ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

এফডিসিতে হলো টেলি সামাদের তৃতীয় জানাজা

প্রকাশিত : ১৪:০৭, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) কিংবদন্তি অভিনেতা টেলি সামাদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অভিনয়শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ অভিনেতার জানাজায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক, অভিনেতা আলমগীর, অমিত হাসান, জায়েদ খান, সম্রাট, প্রযোজক মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, গায়ক ফকির আলমগীর, পরিচালক দেলওয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ সহ অনেকেই শরিক হন।

এর আগে টেলি সামাদের লাশবাহী গাড়ি সকাল পৌনে ১০টার দিকে এফডিসিতে আনা হয়।

শিল্পীর মরদেহ আজই মুন্সীগঞ্জে দাফন করা হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন টেলি সামাদ। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি