ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

আইরিনের সঙ্গে জুটি বেঁধেছে তামিম

প্রকাশিত : ১৫:৫১, ১৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ২১:৩০, ১৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

আগেও বহু নাটক-বিজ্ঞাপনে নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে টাইগারদের। এবার নতুন একটি বিজ্ঞাপন চিত্রে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ওপেনার তামিম ইকবাল ও মডেল-অভিনেত্রী আইরিনকে একসঙ্গে দেখা যাবে।

হালট্রিপ ডটকম ট্রাভেল এজেন্সির একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এর ভিডিও ধারণ সম্পন্ন হয়। শুক্রবার এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) ছবি তোলা হয়। গল্পনির্ভর বিজ্ঞাপনটি শিগগির স্ক্রিনে দেখতে পাবেন দর্শকরা।

এই বিজ্ঞাপন চিত্র সম্পর্কে আইরিন বলেন, ‘আমি বিজ্ঞাপনে আগেও কাজ করেছি। তবে কোনো ক্রিকেটারের সঙ্গে এবারই প্রথম। তামিম ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মধুর। উনি খুবই হেল্পফুল। আর মামুন ভাইয়ের সঙ্গে আগে কয়েকটি কাজ করেছি। টিমের সবাই আমার পরিচিত ছিলেন। সবার সঙ্গে খুব মজা করে কাজ করেছি।’

নির্মাতা অনন্য মামুন বিজ্ঞাপন চিত্র সম্পর্কে বলেন, ‘এর আগে আমি বহু বিজ্ঞাপন বানিয়েছি। তবে তার সঙ্গে এটাই আমার প্রথম। তিনি শুধু ক্রিকেটারই নন, ভালো অভিনেতাও বটে। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি