ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

আপাতত গৃহবন্দি প্রিয়ঙ্কা সরকার

প্রকাশিত : ১৯:৩৫, ২২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:০৪, ২৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ভাল নেই অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। সদ্য বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’-এর শুটিংয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। বাঁ পায়ের হেয়ার লাইন ক্র্যাক নিয়ে আপাতত গৃহবন্দি।

কী করে হল এ সব? বাড়িতে বসে ফোনে প্রিয়ঙ্কা বললেন, ‘‘দৌড়ানোর শট ছিল। পড়ে গেলাম। তার পরই এ সব হল। আপাতত বাড়িতে। কিন্তু আমি তো এক জায়গায় বসে থাকতেই পারি না। অথচ ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। ওষুধও চলছে। ডিপ্রেসড লাগছে বাড়িতে থেকে। শুটিং চলছিল, সামনে শো ছিল। সব ক্যানসেল করতে হল। তবে সহজের সঙ্গে বেশি সময় কাটাতে পারছি। ওর নতুন স্কুল শুরু হয়েছে। ফলে ওকে সময় দিতে পারছি অনেকটা।’’

বিরসা পরিচালিত এই ছবিতে প্রথমে মিমি চক্রবর্তীর অভিনয় করার কথা ছিল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে তিনি নিজেই এ ছবি থেকে সরে দাঁড়ান। প্রিয়ঙ্কা ছাড়াও রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অঙ্কুশ, নুসরত ফারিয়া এবং অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি