ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান

প্রকাশিত : ১২:৪৮, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রঙিন পর্দা থেকে খেলার মাঠ সর্বত্রই তার উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে জড়াচ্ছেন। 

সম্প্রতি তিনি বেশকিছু করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন পণ্যের প্রচার ও বিজ্ঞাপনে। ইউনিলিভারের পণ্য ‘ভিম’-এর প্রচারে যেমন আছেন, তেমনি মুঠোফোন কোম্পানি বাংলালিংকের প্রচারেও দেখা যাচ্ছে তাকে।

এবার তিনি যুক্ত হলেন ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের সঙ্গে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এখন থেকে ওরিয়ন ফুটওয়্যারের বিভিন্ন প্রোমোশনাল কার্যক্রমে দেখা যাবে জয়া আহসানকে।

এদিকে ২৮ এপ্রিল জি বাংলা সিনেমায় প্রচারিত হতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিজয়া’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার।

১০ মে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর নতুন চলচ্চিত্র ‘কণ্ঠ’। দেশে নানা কর্মকাণ্ডের পাশপাশি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রটির প্রচারণায়ও ব্যস্ত রয়েছেন জয়া।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি