ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ঈদের নাটকে অভিনয় করবেন না শবনম ফারিয়া

প্রকাশিত : ১০:৩১, ৫ মে ২০১৯ | আপডেট: ২৩:৫৯, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন ঈদুল ফিতরের কোনো নাটকে অভিনয় করতে চাচ্ছেন না ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।আজ রোববার নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি “ব্যক্তিগত” কারণে এবারের ঈদে কোনো নাটকে অভিনয় করতে চাইছি না!আশা করি এইটা নিয়ে কারো সাথে কোনো প্রকার ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই...

আমি এমন বড় কোনো অভিনেত্রী না যে এক ঈদে কাজ না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যাদের অলরেডি ডেইট দেয়া, সেগুলো অবশ্যই শেষ করবো! তার বাইরে আর না... ধন্যবাদ!”

650

প্রসঙ্গত, বড় পর্দায় প্রথমবারের মতো ‘দেবী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন এই জনপ্রিয় অভিনেত্রী। গত বছরের ১৯ অক্টোবর মুক্তি পায় জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ছবি দেবী। ওই ছবিতে শবনম ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

ছবিটি পরিচালনা করেন অনম বিশ্বাস এবং পরিবেশনায় ছিল জাজ মাল্টিমিডিয়া। এছাড়া এ বছরের শুরুতে বিয়ে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এরপর ১ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এমবি/টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি