ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

এসএসসি পাশ করলেন পূজা চেরি

প্রকাশিত : ২১:১৬, ৬ মে ২০১৯ | আপডেট: ২৩:৫১, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন রুপালি পর্দার রুপসী নায়িকা পূজা চেরি। সোমবার এসএসসি পরীক্ষার ফল ঘোষণা হলে তার উত্তীর্ণের খবর জানা যায়। জটিল ও সরল সমীকরনের প্রেম-বিরহের অন্তমিলে বেশ কয়েকটি ছায়াছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই সকলের মন কেড়েঁছেন এ নায়িকা।

ঢাকা বোর্ড থেকে ঢাকা ক্যান্টনমেন্টের এক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় দিয়েছিলেন নায়িকা চেরি। স্কুলের নাম না জানালেও জানালেন জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণের কথা।

তিনি জানান, বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছেন। তিনিসহ পরিবারের সবাই তার এই ফলাফল নিয়ে খুশি হয়েছেন বলে জানান তিনি।

পূজা চেরি ‘নূরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ ছবিগুলোতে অভিনয় করে ঢালিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। শিশুশিল্পী হয়ে কয়েক বছর আগে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে পূজার। বাবা ব্যবসায়ী ও মা গৃহিনীর মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূজা চেরি।

এমএস//এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি