ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

ঐশীর ফেসবুক আইডি ও পেজ হ্যাকড

প্রকাশিত : ১৮:০৫, ৮ মে ২০১৯ | আপডেট: ২০:১৫, ৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

জান্নাতুল ফেরদৌসী ঐশী। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে ‘বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছেন তিনি। এরপর মিউজিক ভিডিও,বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন তিনি। ইতিমধ্যে বড় পর্দায় নিজের মিশন শুরু করেছেন। প্রথম সিনেমায় ঐশী সহশিল্পী হিসেবে পেয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভকে। সিনেমার নাম ‘মিশন এক্সট্রিম’। নতুন খবর হচ্ছে বেশ ঝামেলায় পড়েছেন এই তারকা। মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজ ও আইডি হ্যাকড হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে ঐশী বলেন, ‘এর আগেও একবার আমার আইডি হ্যাক হয়েছিল। তখন বড় ধরনের কিছু হওয়ার আগেই তা উদ্ধার করেছি। কিন্তু এবার আমার আইডি এবং পেজ দুটোই হ্যাক হয়েছে। কী করব বুঝতে পারছি না। সাইবার ক্রাইম কর্তৃপক্ষকে এরই মধ্যে জানিয়েছি।’

ঐশী আরও জানান, হ্যাকার তাঁর অ্যাডমিনের ম্যাসেঞ্জারের সঙ্গে যোগাযোগ করেছে। সে ঐশীর সঙ্গে কথা বলতে চায়। পেজ ও আইডি যে হ্যাক করেছে, সে টাকার বিনিময়ে আইডি ফেরত দেওয়ার কথা জানিয়েছে।’

মিস বাংলাদেশ আরও বলেন, ‘ফেসবুক এখন সবার যোগাযোগের অন্যতম মাধ্যম। কিছুদিন পরপর শুনি, হ্যাকাররা এর ওর পেজ আর আইডি হ্যাক করছেন। বিষয়টি খুবই বিব্রতকর।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি