ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

জয়ার ‘কন্ঠ’ দেখে মুগ্ধ দেবি শেঠি

প্রকাশিত : ২২:৪৯, ৯ মে ২০১৯ | আপডেট: ১০:৪৮, ১০ মে ২০১৯

Ekushey Television Ltd.

ক্যান্সারে সচেতনতা বাড়াতেই সিনেমা। যার নাম ‘কণ্ঠ’। যা দেখে অভিভুত ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিম। তিনি বলেন, এই সিনেমা সবার অনুপ্রেরণা। নিজের রোগীদেরও এ সিনেমা দেখার পরামর্শ দেবেন তিনি।

সিনেমার পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন, শিবপ্রসাদ,পাওলি ও জয়া আহসান।

সোমবার  সিনেমার বিশেষ একটি স্ক্রিনিং হয় বেঙ্গালুরুতে। এর আগে গত এপ্রিলে এ সিনেমার ট্রেলার প্রকাশ পায়।

সিনেমার মূল চরিত্রে অর্জুন (শিবপ্রসাদ) আদতে একজন কণ্ঠশিল্পী, যিনি পেশায় রেডিও জকি। একদিন হঠাৎই ধরা পড়ে তার গলার ক্যান্সার। চিকিৎসক তাকে স্বরযন্ত্রই বাদ দিতে হবে বললেন। এরপর তার অপারেশন হয়। অপারেশনের পর অর্জুনের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বের হতে শুরু করে।

সেখান থেকে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কীভাবে পরে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি, এই নিয়েই সিনেমার গল্প।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি