ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নুসরাত ফারিয়ার ব্যস্ত সময়

প্রকাশিত : ১০:৪৭, ১০ মে ২০১৯ | আপডেট: ২২:২২, ১০ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঢালিউড-টলিউড, দুই অঙ্গনেই তার সরব উপস্থিতি। সম্প্রতি কলকাতার একটি সিনেমায় শুটিং শেষ করেছেন। অল্পদিনের মধ্যেই নতুন একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে ব্যাংকক যাবেন। সেই সঙ্গে স্টেজ শো করছেন নিয়মিত। সব মিলিয়ে কাজের মধ্যেই ঢুবে আছেন হালের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া।

কিছুদিন আগে তিনি কলকাতায় ‘বিবাহ অভিযান’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া বাংলাদেশের দীপংকর দীপন পরিচালিত একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই কলকাতার বাবা যাদবের পরিচালনায়ও নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন ফারিয়া। এ ছাড়া চারটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। আরও চারটি বিজ্ঞাপনে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কয়েকদিনের মধ্যেই এগুলোর শুটিংয়ের জন্য ব্যাংকক যাবেন নায়িকা। সেখান থেকে ফিরে আবার সিনেমার কাজ শুরু করবেন। কথাগুলো জানান নুসরাত ফারিয়া নিজেই।

চুক্তিবদ্ধ হওয়া সিনেমাগুলোর গল্প সম্পর্কে ফারিয়া বলেন, ‘সব গল্পই মৌলিক। সমসাময়িক কয়েকটি বিষয় নিয়ে সিনেমাগুলোর গল্প তৈরি করা হয়েছে। এ মূহুর্তে সবকিছু জানাচ্ছি না। তবে এটুকু বলতে পারি, আমার অভিনীত পূর্বের সিনেমাগুলো থেকে এগুলো ভিন্ন হবে। আশারাখি দর্শকেরও ভালো লাগবে।’

নুসরাত যে শুধু অভিনয় করেন তা কিন্তু নয়। তার কণ্ঠের তরঙ্গ ইতিমধ্যে সবার কানে বেজেছে। নতুন গান প্রকাশ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘সিনেমা এবং বিজ্ঞাপনের শুটিংয়ের ব্যস্ততার কারণে গানে সময় দিতে পারছি না। তবে শিগগিরই নতুন একটি গান প্রকাশ করব। ভারতের মুম্বাইয়ে গানটির মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি