ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

এই প্রথম আরেফিন শুভ

প্রকাশিত : ১৩:২৭, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

হালের জনপ্রিয় তারকা চিত্রনায়ক আরেফিন শুভ। দুই বাংলায় তিনি সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। চলতি বছরের শুরুতে তার অভিনীত কলকাতার রঞ্জন ঘোষের পরিচালনায় ‘আ হা রে’ নামে একটি সিনেমা মুক্তি পায়। নির্মাতা সম্প্রতি এ সিনেমার সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমার নাম ঠিক না হলেও এতে অভিনয় করতে যাচ্ছেন শুভ। এর মাধ্যমে প্রথমবার কোনো সিনেমার সিক্যুয়ালে অভিনয় করছেন তিনি।

নতুন কিস্তিতেও ‘আ হা রে’ সিনেমার সব অভিনয় শিল্পী থাকবেন বলে জানা গেছে। সেই সুবাদে আরেফিন শুভও থাকছেন এ সিনেমাতে।

সিনেমার সিক্যুয়ালে প্রথম অভিনয় প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘আমি খুব খুশি যে কলকাতায় সিনেমার সিক্যুয়ালে কাজ করতে যাচ্ছি। ‘আ হা রে’ এত জনপ্রিয় হবে আমি ভাবিনি। আমার বিশ্বাস সিনেমার দ্বিতীয় সিক্যুয়ালও প্রথমটির জনপ্রিয়তাকে পেছন ফেলবে।’

জানা গেছে সব ঠিক থাকলে জুনে এর শুটিং শুরু হবে। এদিকে আরেফিন শুভ মিশন এক্সট্রিমের শেষ অংশের শুটিংয়ে অংশ নিতে আজই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে তার শুটিং চলবে ১৯ মে পর্যন্ত। ওই দিনই দেশে ফিরবেন বলে জানিয়েছেন অভিনেতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি