ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

শাকিব-বুবলীর ‘পাসওয়ার্ড’ এখন সেন্সরে

প্রকাশিত : ১৭:০৬, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

সেন্সরে ছাড়পত্র পেলেই এই ঈদে মুক্তি পাবে শাকিব খান ও বুবলী জুটির ‘পাসওয়ার্ড’ ছবিটি। শাকিব খান ও বুবলী ছাড়া এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প।

ছবিটির গানের শুটিং হয়েছে তুরস্কে। সবগুলো গানের নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

ছবিটির প্রযোজক মালেক আফসারী  জানান, ‘দুই দিন আগে সেন্সরে ছবিটি জমা দিয়েছি আমরা। শিগগিরই দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবির প্রচারণা ও হল বুকিং চলছে। শতাধিক সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন প্রযোজক। এরই মধ্যে প্রায় ৭০টির মতো হল বুকিং হয়ে গেছে। এখন শুধু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা।’

‘পাসওয়ার্ড’ নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে।

‘হিরো দ্য সুপারস্টার’  ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান। ছবির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন এমডি ইকবাল।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি