ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

উপস্থাপনা নিয়ে ফিরছেন রিচি সোলায়মান

প্রকাশিত : ২১:০৬, ৭ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৪৩, ৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

এক সময়ের ব্যস্ত অভিনেত্রী রিচি সোলায়মান এখন স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছেন আমেরিকায়। কিন্তু গত ১৩ জুন তিনি সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন।

আসছে কোরবানি ঈদে বেশকিছু নাটক-টেলিছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর। এরই মধ্যে যোগ দিয়েছেন শুটিংয়ে। তবে এবার তিনি ক্যারিয়ারে নতুন এক পরিচয়েও যোগ করতে যাচ্ছেন। সেটি হলো উপস্থাপিকা রিচি। একটি ভিন্ন ঘরানার অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করবেন।

অনুষ্ঠানটির শুটিং চলছে এফডিসিতে। রিচি বলেন, ‘নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। উপস্থাপনা করার প্রস্তাব আগেও ছিল। কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। ভালো লাগছে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় কাজটি করতে পেরে।’

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

বড় পর্দায় রিচির অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নীরব প্রেম’ সিনেমা দিয়ে।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি