ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্লগারেই মজেছেন শাহরুখপুত্র আরিয়ান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে ইতোমধ্যে পা রেখেছেন বলিউড সম্রাজ্যের কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বাবার জায়গা দখল করবেন কিনা তা এখনো বলার সময় আসেনি। তবে ইতোমধ্যেই আরিয়ান খান শিরোনামে এসেছেন ‘দা লায়ন কি’- এর হিন্দি ভার্সনে সিম্বার গলায় ডাবিং করে। পাশাপাশি মুফাসার ভূমিকায় ছিল শাহরুখ খানের কণ্ঠ। সব মিলিয়ে মুগ্ধ দর্শকও।

সেইসঙ্গে আরও এক বার গুঞ্জরিত সেই প্রশ্ন। যা শাহরুখ ভক্তদের মনে এর আগেও দেখা দিয়েছিল। আর তা হলো শাহরুখপুত্র কার সঙ্গে ডেট করছেন। তবে এখনো জানা যায়নি সে নাম। 
 
তবে এবার আরিয়ানকে দেখা গেছে ভিন্ন একজনের সঙ্গে। লন্ডনের এক ব্লগারকে নাকি ডেট করছেন আরিয়ান। ইতোমধ্যে সেই তরুণীর সঙ্গে ঘনিষ্ট মূহুর্তের ছবিও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। যেখানে কালো জ্যাকেটে আরিয়ান আর লাল পোশাকে ওই তরুণীকে দেখে ‘কাপল’ মনে না হয়ে উপায় নেই। ফলে সবার কৌতুহল শাহরুখ পুত্র তাহলে এই ব্লগারেই মজেছেন?

এর আগে শোনা গিয়েছিল, বোন সুহানার বেস্ট ফ্রেন্ড এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডেই আরিয়ানের বিশেষ বান্ধবী। কিন্তু এখন আবার নতুন এক গুঞ্জন উঠে এসেছে। 

শাহরুখ ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় আছেন। কবে আরিয়ানকে বড় পর্দায় দেখা যাবে?  সে প্রশ্নের উত্তর আসার আগে আরিয়ান চমক দিলেন সিম্বার ভূমিকায় ডাবিং করে। এতে প্রত্যাশার পারদ আরও চড়ল, সন্দেহ নেই। পাশাপাশি আরও গভীর হল জল্পনা, কোন রহস্যময়ীতে মজেছে আরিয়ানের মন ? আপাতত লন্ডনের ব্লগারের নাম, পরিচয় জানতে উন্মুখ তার ভক্তরা। সূত্র: আনন্দবাজার 

আই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি