ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পারিশ্রমিক ছাড়া বাংলাদেশের সিনেমায় নাচবেন সানি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যদিও তিনি বলিউড তারকা, তবে এ মূহুর্তে ঢালিউডে তাকে নিয়ে চলছে বেশ উন্মাদনা। কারণ তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন। বলছি বলিউড অভিনেত্রী সানি লিওনের কথা। ইতিমধ্যে খবরটি বেশ চমক তৈরি করেছে বাংলাদেশি সিনেমার দর্শকের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে সমালোচনা ও আলোচনা।

কিন্তু প্রশ্ন হচ্ছে একটি গানের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন সানি? সেই সঙ্গে সানি লিওনের অংশ নেয়া গানটির বাজেট কতো?

এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানান, ‘গানটি বিগ বাজেটে তৈরি হবে। এর জন্য প্রায় অর্ধ কোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে।’

সানি লিওনের পারিশ্রমিক সম্পর্কে রহস্য রেখে সেলিম খান বলেন, ‘সানি লিওন আসলে গানটি আমাদের উপহার হিসেবে দিচ্ছেন। তিনি কোনো পারিশ্রমিকই নেবেন না।’

তিনি আরও বলেন, ‘উনারা বড় ইন্ডাস্ট্রির কলিজাওয়ালা আর্টিস্ট। উনাদের পক্ষে এসব দুই একটা কাজ ফ্রিতে করা কোনো ব্যাপারই না। সানি লিওন বাংলাদেশি সিনেমায় গান করছেন এ নিয়ে খুবই উচ্ছ্বসিত। তার এখানকার সিনেমায় কাজের আগ্রহ অনেক। এখানে পারিশ্রমিকের চেয়ে তার আন্তরিকতাকেই আমরা বড় করে দেখছি। পারিশ্রমিক তো একটা থাকবেই। সেটা পেশাদারীত্বের জন্যই গোপন থাকুক।’

এদিকে এরই মধ্যে ‘বিক্ষোভ’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশি সিনেমাতে দেখা মিলবে তার। তবে শ্রাবন্তীর বিপরীতে কে থাকবেন সেটি এখনও নিশ্চিত নয়।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি