ঢাকা, শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬

বাবা হলেন কণ্ঠশিল্পী তপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় সংগীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার স্ত্রী নাজিবা সেলিম কন্যা সন্তান জন্ম দিয়েছেন। 

খুশির সংবাদটি তপু তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন। স্ত্রী ও নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমদের কন্যা সন্তান হয়েছে। সবাই আমাদের ছোট তরীর জন্য দোয়া করবেন। ভালোবাসা।’

জানা যায়, তপুর জনপ্রিয় গান ‘এক পায়ে নূপুর আমার, অন্য পা খালি/ এক পাশে সাগর এক পাশে বালি/ তোমার ছোট তরী বলো, নেবে কি?’ একটি শব্দ থেকে তপু মেয়ের নাম রেখেছেন তরী।

২০১২ সালের ২৩ আগস্ট রাশেদ উদ্দিন আহমেদ তপু ও নাজিবা সেলিমের বিয়ে হয়।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি