ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ঢাকায় আসছে ‘জোকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘জোকার’ সিনেমা। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মস ‘জোকার’ একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে।

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে সিনেমাটির গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে এক সময় উন্মাদ হয়ে যায় সে। এক পর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী।

সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইতিমধ্যে সমালোচকদের দৃষ্টিতে পড়েছে সিনেমাটি। অনেকেই দিয়েছেন গোল্ডেন এ প্লাস। কেউ কেউ জোকারকে অস্কার দেওয়ার দাবিও জানিয়েছে। সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। ভেনিসেও তার নজির পাওয়া গেল। সেখানে দু’টি প্রেস স্ক্রিনিং ও রেড কার্পেট প্রিমিয়ার হয়।

‘ব্যাটম্যান’র সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘জোকার’। এর নাম চরিত্রের অভিনয় করা অভিনেতা জোয়াকুইন ফনিক্স ভেসেছেন প্রশংসার জোয়ারে। জোয়াকুইন ফনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ণ তুখোড় খলনায়ক ছিলেন তিনি। এবার টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি