ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

হবু বউকে রেখে চলে গেলেন বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ২০:৪৪, ২৩ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মোনা হবু বরের সঙ্গে ঘুরতে আসে নির্জন এক হাউজিং এলাকায়। যাওয়ার পথে চলন্ত গাড়িতেই শুরু হয় দু’জনের ঝগড়া। এক পর্যায়ে মোনা গাড়ী থেকে নেমে যায়। আর হবু বর তাকে রেখেই গাড়ি নিয়ে চলে যায়। নির্জন এমন জায়গায় একা মোনা কি করবে ভেবে কুল পায় না। এ সময় একদল মাস্তান তার সামনে এসে দাঁড়ায়। এখন কী করবে মোনা?

এ সময় সে পথে যাচ্ছিলেন হাউজিং কোম্পানীর এক ইঞ্জিনিয়ার কাব্য। তিনি মাস্তানদের পথ রোধ করে দাঁড়ান। শুরু হয় গন্ডগোল। এদিকে হবু বর মোনাকে খুঁজতে থাকে....

এমনই গল্প নিয়ে নির্মাণ করা হয় নাটক ‘নীল মেঘ’।   

শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্না ঘোষ, মনোজ কুমার প্রামানিক, সীমানা, জিয়াউল হাসান কিসলু, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন, আল্পনা ফারিয়া, মন্নু হাজরা, হায়দার আহমেদ, মামুন, অমিত প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি