ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নতুন বিজ্ঞাপনে তাসনুভা তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অভিনেত্রী তাসনুভা তিশা। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও কাজ করেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। তাকে দেখা যাবে একটি কফি ব্যান্ডের বিজ্ঞাপনে।

ইতিমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন ফাহাদ খান। তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন নৃত্যশিল্পী হূদি শেখ, র‌্যাম্প মডেল ইমরান খান ও সোহানা অলিভা।

এ বিষয়ে তাসনুভা তিশা বলেন, ‘যে কোনো বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের আগে আমি গল্প আর চরিত্রটি নিয়ে ভাবি। এই বিজ্ঞাপনটির ক্ষেত্রেও তেমনই হয়েছে। পরিচালকের কাছ থেকে ভাবনাটি শোনার পরই এতে অভিনয়ে রাজি হয়েছি। ভিন্নধর্মী এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। আশা করছি, সবার বেশ ভালো লাগবে।’

নির্মাতা ফাহাদ খান বলেন, ‘প্রতিটি বিজ্ঞাপন নির্মাণের আগে পণ্যটির গুণগত মান ও সুনামের দিক বিবেচনা করেই কাজ করি। এবারের বিজ্ঞাপনটি দেশের কফিপ্রেমীদের কাছে এবং দর্শকদের কাছেও উপভোগ্য হবে বলে আশা করছি।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি