ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃদ্ধ রণবীরের চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৬ মার্চ ২০২১ | আপডেট: ১২:২৪, ৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেলেন রণবীর কাপুর। ইনস্টাগ্রামে তার শেয়ার করা একটি ছবিতে তেমনই দেখা গেছে। এ সত্যিই অন্যরকম এক চমক। তারকার বৃদ্ধ বয়সের এ ছবি দেখে অবাক নেটিজেনরা। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

বলিউডের এই তারকা বৃহস্পতিবার রাতে এ ছবি শেয়ার করেন। ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে। 

পরপর ৩টি ছবি শেয়ার করেছেন রণবীর। মেকআপের ছোঁয়ায় কীভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন তা স্পষ্ট দেখা গেছে সেখানে। জানা গেছে, এক নারী মেকআপ আর্টিস্ট রণবীরের এই চেহারার রূপান্তর ঘটিয়েছেন।

তবে প্রশ্ন উঠেছে- হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগল কেন তার? তাহলে কি তিনি নতুন কোন চরিত্রের বার্তা দিচ্ছেন? নাকি নতুন কোন সিনেমায় তাকে এমন করে দেখা যাবে? 

তবে ছবির ক্যাপশন থেকে বোঝা গেছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থার কাজ করতে গিয়ে তার এই হাল হয়েছে।

মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে রণবীরের ‘বুড়ো’ হওয়ার এই দৃশ্য তার ভক্তদের চমকে দিয়েছে।
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি