ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নুসরাতের পর এবার আলোচনায় যশ-মিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৩ জুন ২০২১

যশ দাশ-মিমি

যশ দাশ-মিমি

Ekushey Television Ltd.

নুসরাত জাহান আর যশ দাশগুপ্ত’র আলোচনা নেটের পাতায় পাতায়। এর সঙ্গে নুসরাতের স্বামী নিখিল জৈনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ত্রিকোণমিতি সমস্যার সমাধা না হতেই নেটাগরিকেরা নয়া সমীকরণ খুঁজে ফেললেন!

এ বার তাদের নিশানায় যশ-মিমি চক্রবর্তীর রসায়ন। সেই মতো মিমও বানিয়ে ফেলেছে ২ তারকার ফ্যান পেজ। নেটমাধ্যম বলছে, যশ-মিমি অভিনীত ছবির কোনও একটি দৃশ্য বেছে নিয়েছেন অনুরাগীরা। নায়কের গলা জড়িয়ে ধরেছেন অভিমানী নায়িকা। ছবির পাশে মন্তব্য, ‘তুই না থাকলে বল, কাকে আর আগলাব’? রটনা, গত ৬ মাস ধরে নুসরাতের সঙ্গে থাকেন যশ। সেই দুঃখেই কি এমন মন্তব্য করে ফেলেছেন নায়িকা?

জবাব না মিললেও নয়া মিমের হাত ধরে ফের তৈরি নতুন ত্রিকোণমিতি! যার তিনটি বাহু নুসরত-যশ-মিমি।

যশের সঙ্গে নুসরাত অভিনয় করেছেন মাত্র দুটো ছবিতে। ‘ওয়ান’ আর ‘এসওএস কলকাতা’। সেখানে যশ-মিমি অভিনীত ছবির সংখ্যা ৪টি। ‘গ্যাংস্টার’, ‘মন জানে না’, ‘টোটাল দাদাগিরি’ এবং ‘এসওএস কলকাতা’। ৪টি ছবির দৌলতে যশ-মিমির রসায়নও একটা সময় যথেষ্ট জনপ্রিয় ছিল। এর আগে ছবির প্রচারে একাধিক বার একসঙ্গে দেখাও গিয়েছে ২ তারকাকে। তখনও তাদের রসায়ন অটুট ছিল।

অনুরাগীদের আরও দাবি, অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘এসওএস কলকাতা’-য় এক সঙ্গে নুসরত-যশ-মিমি পর্দা ভাগ করলেও ৩ তারকাকে সম্ভবত এক সঙ্গে প্রচারে দেখা যায়নি। এবং কাকতালীয় ভাবে ছবিতেও ছিল নুসরত-যশ-মিমি ত্রিকোণ সম্পর্ক! 

অন্য দিকে, নিখিল-নুসরাত-যশ বিতর্ক প্রকাশ্যে আসার পরেই মুখে কুলুপ এঁটেছেন সাংসদ-তারকা। এ দিকে টলিপাড়া জানে, নুসরত-মিমি একে অন্যের ‘বোনুয়া’! তার পরেও নুসরাতের গর্ভধারণ, যশ-নুসরাত সম্পর্ক, নিখিল-নুসরাতের ভাঙা দাম্পত্য, তুরস্কে তাদের জমকালো ‘বিয়ে’ ‘সহবাস’-এ বদলে যাওয়া নিয়ে এখনও পর্যন্ত একটা শব্দও খরচ করেননি মিমি। নুসরতাকে নিয়ে তৈরি বিতর্কের প্রাথমিক রেশ কাটতেই তাই অনুরাগীরা মাথা ঘামাচ্ছেন সাংসদ-অভিনেত্রীর নীরবতা নিয়েও।

তাদের কৌতূহল, কেন মুখ খুলছেন না মিমি? ‘বোনুয়া’-কে নিয়ে কিছু বলবেন না বলে? রাজনৈতিক জীবনে কোনও দাগ লাগতে দিতে চান না, তাই ? নাকি, তারও লুকোনো কোনও ‘ব্যথা’ আছে?

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি