ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

বড় পর্দায় এবার একসঙ্গে আসছেন শাহরুখ-সঞ্জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

এই প্রথম একসঙ্গে আসছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। সিনেমা জগতে এ দুজনের জনপ্রিয়তা প্রায় পাহাড় সমান। তবে বলিউডের কোনও ছবিতে তাদের একসঙ্গে সেভাবে দেখা যায়নি। ‘রা.ওয়ান’ আর ‘ওম শান্তি ওম’ ছবিতে অল্পক্ষণের জন্যই একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-সঞ্জয়কে।

তবে এবার এই দুই বলি তারকার ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই বড় ব্যানারের ‘রাখী’ ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। একাধিক ভাষায় তৈরি হবে এই ছবি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, 'জিরো'র পর আপাতত 'পাঠান' ছবির হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যশরাজ ফিল্মসের ব্যানারে ২০২২ মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে সঞ্জয় দত্তকে দেখা যাবে কেজিএফ-২ এবং শামসেরা ছবিতে। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি