ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

অমিতাভের কাছে আজব প্রশ্ন ক্যাটরিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৪ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:০৩, ৪ নভেম্বর ২০২১

'কৌন বনেগা ক্রোড়পতি ১৩' এর মঞ্চে অমিতাভ বচ্চনকে এমন একটি প্রশ্ন করলেন ক্যাটরিনা যাতে বাকরুদ্ধ বলিউডের বিগ বি। অমিতাভের এই অভিব্যক্তিতে ক্যাটরিনার পাল্টা প্রশ্ন, “আপনি এতদিন ধরে এই শো করছেন, কিন্তু এই প্রশ্ন আপনাকে কেউ করেনি?”

ক্যাটরিনার সঙ্গে এই এপিসোডে এসেছিলেন অক্ষয় কুমারও। ভিডিওর শুরুতে দেখা যায় বিগ বি অভিনেত্রীকে জিজ্ঞেস করছেন যে, কেবিসি ১৩-এর জন্য কীভাবে নিজেকে তৈরি করেছেন তিনি। 

এতে ক্যাটরিনা উত্তর দিলেন, তিনি কিছু ইতিহাস পড়েছেন, ভূগোলের জ্ঞান ঝালিয়ে নিয়েছেন এবং কিছু গুগল সার্চও করেছেন।

কিন্তু পরের প্রশ্নটিতেই চোখ কপালে ওঠে সবার। ক্যাটরিনা বললেন 'প্রত্যেকটা লাইফলাইন আমরা একবারই ব্যবহার করতে পারি নাকি প্রত্যেক প্রশ্নের জন্য একবার করে ব্যবহার করতে পারি?'

প্রচুর প্রস্তুতি নিয়ে এলেও 'কৌন বনেগা ক্রোড়পতি' গেম শোয়ের নিয়ম সম্পর্কে ক্যাটরিনার এহেন ধারণা দেখে হতবাক অমিতাভ। 

ওদিকে হাসিতে গড়াগড়ি খাচ্ছেন অক্ষয়। তবে এই পরিস্থিতিতে এতটুকু অপ্রস্তুত নন ক্যাটরিনা। 

পাল্টা আরেটি প্রশ্ন করে বসলেন। অমিতাভের উদ্দেশ্যে বললেন, "আপনি এতদিন ধরে এই শো করছেন, এর আগে কখনও আপনাকে এমন প্রশ্ন করেনি কেউ?" 

সূত্র: এবিপি আনন্দ অনলাইন

এসবি 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি