ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

মিমি-নুসরাতকে শোকজ, কারণ দর্শানোর নির্দেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৭, ১০ ডিসেম্বর ২০২১

আবারও আলোচনায় ভারতের মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংসদীয় বৈঠকে গড়হাজির হওয়ায় এবার শোকজ করা হলো এই দুই তারকা তৃণমূল সংসদ সদস্যকে। দলীয় বৈঠকে তারা কেন অনুপস্থিত তা জানাতে বলা হয়েছে মিমি ও নুসরাতকে।

শীতকালীন অধিবেশনের শুরুতেই দিল্লিতে দেখা যায় মিমি ও নুসরাতকে। সদ্য মা হওয়া নুসরাত সন্তানকে রেখেই সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লি যান। 

সম্প্রতি কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সঙ্গে একটি সেলফিতে দেখা গিয়েছিল তাদের। ছবি পোস্ট করে শশী লিখেছিলেন, ‘কে বলেছে কাজ করার জন্য লোকসভা আকর্ষিত জায়গা নয়?


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি