ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

টালিউড অভিনেত্রী মিমিও পজিটিভ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ৫ জানুয়ারি ২০২২

বাড়িতেই ছিলেন গত কয়েকদিন। জনসমক্ষে বের হননি। তারপরও করোনা ভাইরাস থাবা বসাল টালিউড অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর শরীরে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। টুইট করে নিজেই দুঃসংবাদ জানিয়েছেন।

টুইটে মিমি জানিয়েছেন, গত কয়েকদিন তিনি কোথাও যাননি, বাড়িতে ছিলেন। তবে তারপরও মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান।

বুধবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসককে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নেন মিমি চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গত বছরের জুন মাসে  করোনার ভ্যাকসিন নিয়েছিলেন মিমি। 

বুধবারই টলিপাড়ার আরও অনেকের কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট মেলে। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষও করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে সস্ত্রীক করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছিলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি