ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

হৃদরোগে আক্রান্ত কমেডিয়ান রাজু ভেন্টিলেশনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১১ আগস্ট ২০২২

ভারতের অন্যতম জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রয়েছে। অসুস্থ বোধ করায় তাকে দ্রুত দিল্লির এমসে ভর্তি করা হয় তাকে।

বুধবার (১০ আগস্ট) শরীরচর্চা করবার সময় ট্রেডমিলে দৌড়তে গিয়ে আচমকা পড়ে যান তিনি।

রাজুর ভাই অশোক শ্রীবাস্তব গণমাধ্যমকে জানান, প্রত্যেক দিনের মতো শরীরচর্চা করছিল রাজু। ট্রেডমিলে দৌড়তে গিয়ে আচমকা পড়ে যায়। অসুস্থ হওয়ার পরে ওকে এমসে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে খবর, রাজু এখনও পুরোপুরি সুস্থ নন। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে চিকিৎসায় সারা দিচ্ছেন।

এদিকে স্বামীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে দিল্লি ছুটে যান শিখা শ্রীবাস্তব।

রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। জনপ্রিয়তা পেতে শুরু করেন আশির দশকের শেষের দিকে থেকে। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে আসে কাঙ্ক্ষিত সাফল্য। মানুষকে হাসাতে তার জুড়ি মেলা ভার। 
বর্তমানে তিনি উত্তরপ্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি