ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অভিনেতা তাপস পালের জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের তৃণমূল সংসদ সদস্য এবং জনপ্রিয় অভিনেতা তাপস পাল জামিন পেয়েছেন। দীর্ঘ ১৩ মাস বন্দি থাকার পর তাকে জামিন দেয় ওড়িশার বিশেষ আদালত। এদিকে তাপস পাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মূলত এ কারণেই তার জামিনের আর্জি করেন আইনজীবী। অসুস্থতার সমস্ত নথিপত্র পেশ করা হয় আদালতে। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

রোজভ্যালি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় কৃষ্ণনগরের সংসদ সদস্য তাপস পালকে। পর দিনই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়। বন্দি অবস্থাতেই দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি