ঢাকায় একা একা ঈদ করবেন ববিতা
প্রকাশিত : ১৪:২৩, ৯ জুন ২০১৮
				
					অভিনেত্রী ববিতা। এবার ঢাকাতেই ঈদ করতে তিনি। তবে একা একা। কানাডাপ্রবাসী একমাত্র ছেলে চাকরিতে ছুটি না পাওয়ায় আসতে পারছেন না। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে অনিককে নিয়েই ববিতার সংসার। ছেলেকে লেখাপড়াও করিয়েছেন কানাডায়। বছরের অনেকটা সময় ছেলের সঙ্গেই থাকেন তিনি।
এবার ঈদে ছেলেকে পাচ্ছেন না জানিয়ে ববিতা বলেন, ‘ছেলেকে ছাড়াই এবারের ঈদটা করতে হবে। কারণ ও একটা চাকরি করছে। আর ও যেখানে থাকে সেখানে তো ছুটি হয় না।’
ঈদে ছেলেকে কাছে না পাওয়া কষ্টকর হলেও বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। বলেন, ‘কিছু করার নেই। ঈদের দিন স্কাইপে ওর সঙ্গে কথা বলব। ওকে তো ঈদের দিনও অফিস করতে হবে।’
ঈদের পর ছেলেকে দেখতে নিজেই কানাডায় উড়াল দেবেন ববিতা। ঈদের পরদিন প্লেনের টিকেটও কেটে রেখেছিলেন। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানের তারিখ আরও পরে হওয়ায় ওই টিকেট বাতিল করেছেন।
এসএ/
				        
				    









