ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৮ নভেম্বর সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ২১ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:১৩, ২১ আগস্ট ২০১৮

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের দিন আগামী ১৮ নভেম্বর দাখিলের আদেশ দিয়েছে আদালত। সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই দিন ধার্য করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষে সালমান শাহ’র আইনজীবী ফারুক আহম্মদ।

এদিকে সোমবার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ে জমা দিতে না পারায় নতুন আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ।

ওই সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে তিনি ১৯৯৭ সালের ২৪ জুলাই এটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেন।

সবশেষে ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েস র‌্যাবকে মামলাটি আরও তদন্ত করার আদেশ দেন।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি