ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

এক নজরে সালমান শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের এক ধুমকেতুর নাম। যদিও ঢালিউডে তার যাত্রাটি ছিল খুবই কম সময়, তবে সেই অল্প সময়ই তিনি শীর্ষে অবস্থান করছিলেন। বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে মাত্র চার বছরের মাথায় চলে যান না ফেরার দেশে। মহান এই নায়ককে নিয়ে কৌতুহল আজও কাটেনি।

জন্মদিন উপলক্ষে এক নজরে জেনে নিন তার জীবনবৃত্তান্ত -

আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন

জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, (রবিবার)

বাবা : কমর উদ্দিন চৌধুরী

মা : নীলা চৌধুরী

স্ত্রী : সামিরা

উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি

রাশি : বৃশ্চিক

প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত

শেষ চলচ্চিত্র : বুকের ভেতর আগুন

প্রথম নায়িকা : মৌসুমী

সর্বাধিক সিনেমার নায়িকা : শাবনূর (১৪টি)।

মোট সিনেমা : ২৭টি।

বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।

ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা।

একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, (শুক্রবার)।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি