ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ৭ ডিসেম্বর ২০১৮

ঢাকায় একই সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আজ থেকে দেখা যাবে কমেডিনির্ভর থ্রিডি অ্যানিমেশন সিনেমা ‘রালফ ব্রেকস দি ইন্টারনেট’ এবং অ্যাডভেঞ্চারধর্মী চলচ্চিত্র ‘মরটাল ইঞ্জিনস’।
‘মরটাল ইঞ্জিনস’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এটি ওই দেশে মুক্তি পাবে ১৫ ডিসেম্বর।
অন্যদিকে ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ ইতিমধ্যে অ্যানিমেশন সিনেমার ভক্তমহলে ভালো সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ২০১২ সালে প্রথম কিস্তি ‘রেক ইট রালফ’ মুক্তির পরপরই বাজিমাত করেছিল। এরপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন সিকুয়ালের। প্রায় ৬ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। মুক্তির পর থেকে দর্শকদের আলোচনায় রয়েছে সিনেমাটি।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি