ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডিভোর্সের জন্য আদালতে শ্রাবন্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এখন আদালত প্রাঙ্গনে। সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভাঙার খবরটা বহুদিনের। ভিরাজের সঙ্গে শ্রাবন্তীর ঘটা করে বিয়ের কিছুদিনের মধ্যেই টলিউড অভিনেত্রীর বিয়ে ভাঙার খবর মেলে। অবশেষে মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে এদিনই মিউচুয়াল ডিভোর্স কেস ফাইল করেছে বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।     

এদিন শ্রাবন্তীর সঙ্গে আলিপুর জাজেস কোর্টে হাজির ছিলেন তাঁর বাবা-মা। অভিনেত্রীকে দেখতে ছিল বহু উৎসুক মানুষের ভিড়। প্রসঙ্গত শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন গত বছর ১০ জুলাই। শ্রাবন্তীর বিয়েতে হাজির ছিলেন টালিগঞ্জের অনেক তারকাই। আর বিয়ের তিনমাসও কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। তবে ঠিক কী কারণে তাঁদের বিয়েটা টিকলো না সেবিষয়ে শ্রাবন্তী বা কৃষ্ণভিরাজ কেউই মুখ খোলেননি।   

প্রসঙ্গত, সুপার মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে শ্রাবন্তী দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন।  তার আগে বহু অল্প বয়সেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। শ্রাবন্তী ও রাজীবের একটি ছেলেও রয়েছে নাম ঝিনুক। আপাতত ঝিনুক ও নিজের বাবা-মায়ের সঙ্গেই থাকেন শ্রাবন্তী।  

এসি
        


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি