ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মোবাইল চ্যাটে রহস্য

প্রকাশিত : ২০:১২, ৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় তেলুগু অভিনেত্রী নাগা ঝাঁসির(২১) ঝুলন্ত দেহ উদ্ধার হল হায়দরাবাদে তার বাড়ি থেকে। টেলি সিরিয়াল ‘পবিত্র বন্ধন’-এ অভিনয়ের জন্য লাইমলাইটে আসেন ঝাঁসি। অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতেও।

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার ঝাঁসির বাড়িতে গিয়েছিলেন তার ভাই দুর্গাপ্রসাদ। পুলিশকে তিনি জানান, অনেক বার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি ঝাঁসি। সন্দেহ হওয়ায় তিনি দরজা ভাঙতেই সিলিং ফ্যানে অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে দুর্গাপ্রসাদ পুলিশে খবর দেন।

পুলিশ আরও জানিয়েছে, হায়দরাবাদের ফ্ল্যাটে একাই থাকতেন ঝাঁসি। অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল ও চ্যাটিং রেকর্ড ঘেঁটে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে চ্যাটে কথা হয় ঝাঁসির।

আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ঝাঁসির সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের দাবি, অভিনেত্রীর পরিবার সেই সম্পর্ক মানতে চাইছিল না। ফলে বেশ কয়েক মাস ধরেই ঝাঁসি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও দাবি তাদের।

ঝাঁসি আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। এই ঘটনায় আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঝাঁসির ওই দূর সম্পর্কের আত্মীয়েরও খোঁজ চালানো হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি