ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামী, সংসার নিয়ে মুখ খুললেন রাখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

স্বামী, সংসার নিয়ে ভালো আছেন হট তারকাখ্যাত বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে নতুন সংসারে রান্না করতে গিয়ে প্রথম দিন রুটি পুড়ে গিয়েছিল তার। কিন্তু আস্তে আস্তে তিনি সবকিছু শিখে নিয়েছেন। রুটি, সবজি তৈরি করাসহ নতুন নতুন জিনিস শিখছেন। সবকিছুই শিখছেন তার স্বামীর জন্য। এমনটাই জানালেন রাখি।

তিনি জানান, স্বামী রিতেশ তার জন্য লন্ডনে একটি বাড়ি কিনেছেন। বাড়িতে ঢোকার আগে নিয়ম করে গৃহ প্রবেশের অনুষ্ঠানও করা হয়েছে। এবার থেকে বেশিরভাগ সময় লন্ডনেই কাটাবেন অভিনেত্রী।

পাশপাশি রাখি আরও জানান, খুব শিগিগরই তারা বাবা-মা হবেন। আগামী বছর অর্থাৎ ২০২০ সালেই তাদের বাবা-মা হওয়ার ইচ্ছে রয়েছে।

সম্প্রতি মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এনআরআই পাত্র রিতেশের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে জানান রাখি সাওয়ান্ত। তবে স্বামীকে এখনও ক্যামেরার সামনে আনেননি তিনি। সালমান খানের বিগ বস শুরু হলে, সেখানে হাজির হবেন রাখি। বিগ বসের মঞ্চেই স্বামী রিতেশের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে টেলিভিশনের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের।

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি