ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লকডাউন উপেক্ষা করে বাগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৩ মে ২০২০ | আপডেট: ১৫:৪৩, ১৩ মে ২০২০

Ekushey Television Ltd.

লকডাউন উপেক্ষা করে বাগদান সেরে নিলেন ‘বাহুবলি’র খলনায়ক রানা ডগ্গুবতী। বহু সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করলেও বাহুবলিতে দর্শক তাকে পেয়েছে খলনায়ক হিসেবে।

দীর্ঘ লকডাউনের কারণে ভারতীয় অনেক তারকাই তাদের বিয়ে পিছিয়ে দিয়েছেন। তবে সে ক্ষেত্রে দেরি করতে রাজি ছিলেন না রানা ডগ্গুবতী।

জি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, শেষ পর্যন্ত বাগদান পর্ব সেরেই ফেললেন রানা ডগ্গুবতী। লকডাউনের মধ্যেই বান্ধবী মিহিকা বাজাজের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন ‘বাহুবলি’র বল্লালদেব। রানা ও মিহিকার সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

মঙ্গলবার তাদের বাগদান হয়। মিহিকার বৌদি শাশা রওয়াল বাজাজ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এরপরই রানার ফ্যান ক্লাবের পক্ষেও বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। যেখানে রানা ও মিহিকাকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়।

হায়দরাবাদের ব্যবসায়ী পরিবারের মেয়ে মিহিকা বাজাজ। নিজের একটি ব্যবসাও রয়েছে মিহিকার। বেশ কয়েকদিন ধরেই রানার সঙ্গে মিহিকার বাগদান নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত লকডাউনের মধ্যেই জনপ্রিয় অভিনেতার সঙ্গে আংটি বদল সেরে ফেলেন মিহিকা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি