ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখিল সিদ্ধার্থের বিয়ে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ১৪ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনার এই পরিস্থিতিতে আজ (১৪ মে) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ। কনে তার দীর্ঘ দিনের বন্ধু ডা. পল্লবী শর্মা। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (১৪ মে) সকাল ৬টা ৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে।

গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল নিখিল সিদ্ধার্থ ও পল্লবী শর্মার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে স্থগিত রেখেছিলেন নিখিল ও পল্লবীর পরিবার। তবে করোনার এই পরিস্থিতি থেকে খুব শিগগির বের হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আজ বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবারের সদস্যরা।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো জানানো হয়েছে, সরকারি বিধিনিষেধ মেনেই বিয়ের অনুষ্ঠান হবে। সরকারি নিয়ম অনুযায়ী, বিয়েতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের কাছ থেকেও অনুমতি নিয়েছেন নিখিলের পরিবার।

উল্লেখ্য, ২০০৩ সালে তেলেগু ভাষার ‘সম্ভ্রম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ভাষার ‘হ্যাপি ডেজ’ সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ান তিনি। এ পর্যন্ত নিখিল অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে নিখিলের হাতে তেলেগু ভাষার দুটি সিনেমার কাজ রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি