ঢাকা, শনিবার   ১৬ আগস্ট ২০২৫

পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে চীনের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

 

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের পরিকল্পনায় ক্ষুব্ধ চীন। এই সফরকে কেন্দ্র করে এখন হোয়াইট হাউস চীনের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠেছে। 

পেলোসি যদি তার সফর চালিয়ে যান তবে এর "গুরুতর পরিণতির" হুঁশিয়ারিও দিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার প্রতিশ্রুতি দিয়েছিল যে সফরটি এগিয়ে গেলে “সংকল্প ও জোরদার ব্যবস্থা” নেওয়া হবে।

 

তাইওয়ান একটি স্ব-শাসিত দ্বীপ, যদিও তাইওয়ানকে চীন তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছিলেন যে মার্কিন সেনাবাহিনী মনে করে পেলোসির তাইওয়ান সফর “এখনই ভাল সিদ্ধান্ত নয়।”

কিন্তু বাইডেনের হোয়াইট হাউস পেলোসির সম্ভাব্য সফরের বিরুদ্ধে চীনা বক্তব্যকে "স্পষ্টভাবে অসহায় এবং অপ্রয়োজনীয়" বলে উল্লেখ করেছে।

এদিকে স্টেট ডিপার্টমেন্ট বলছে, মিসেস পেলোসি এখনো কোনো ভ্রমণের ঘোষণা দেননি এবং তাইওয়ানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিও অপরিবর্তিত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এখনও তাইওয়ানের সাথে "শক্তিশালী, অনানুষ্ঠানিক সম্পর্ক" বজায় রাখে। তবে চীনের সাথেও তার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যা তাইওয়ানের সাথে নয়।

যুক্তরাষ্ট্রের জনসাধারণের মধ্যে এবং মার্কিন কংগ্রেসে তাইওয়ানের পক্ষে শক্তিশালী দ্বিদলীয় সমর্থন রয়েছে।

এছাড়া ৩৫ বছরের কংগ্রেস কর্মজীবনে, স্পিকার পেলোসি চীনের একজন সোচ্চার সমালোচক ছিলেন।

এই দুটি কারণ ছাড়া পেলোসির তাইওয়ান সফরের আর কোনো কারণ নেই।

সূত্র: বিবিসি বাংলা

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি