ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দোহারে বৃদ্ধা হত্যায় চারজনের ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৬, ৮ আগস্ট ২০১৭

ঢাকার দোহারের ৭০ বছরের বৃদ্ধা আয়েশা বেগমকে হত্যার দায়ে চার আসামির ফাঁসির আদেশ হয়েছে। সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রাজন খাঁ, শাহানাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জল।মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজা বেগম সাঈদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দোহার থানার সুতারপাড়া গ্রামে আয়েশা বেগম নিখোঁজ ছিলেন। পরদিন রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করেন দোহার থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান। ২০০৮ সালের ১৭ ডিসেম্বর চারজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, বৃদ্ধ আয়েশা বেগমের টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করার জন্যই তাঁকে হত্যা করা হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি