ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

রাতের ফ্লাইটে দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সস্ত্রীক আজ রাতে রওনা দেবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটের টিকিট কেটেছেন তিনি। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এর আগে প্রধান বিচারপতি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের বিষয়টি রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অবহিত করেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতির ছুটি সংক্রান্ত একটি আদেশ জারি করে।

গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

এম/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি