ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৭, ১৪ নভেম্বর ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেনের বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সম্পদের হিসাবের বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ কারাদণ্ড দেওয়া হয়।    

এছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মাহবুব রহমান এ রায় দেন।

মামলাটির অভিযোগে বলা হয়েছে, মোহাম্মাদ হোসেনের নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদের তথ্য পায় দুদক। ২০১৬ সালের ১৫ জুন দুদকের পক্ষ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেওয়া হয়। তখন ডেসটিনির অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন। এরপর ২০১৬ সালের ২০ জুন তিনি কারাগারে দুদকের নোটিশ পান। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চান। দুদক হিসাব দাখিলের জন্য আরও সাত কার্যদিবস সময় দিলেও পরে তিনি তার সম্পদের হিসাব কমিশনে দাখিল করেননি।

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সম্পদের হিসাব দাখিল না করায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন। ২০১৭ সালের ৬ জুন তদন্ত শেষে একই কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ অক্টোবর এ মামলায় চার্জ গঠন করেন আদালত।

এসি  

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি