ঢাকা, মঙ্গলবার   ২০ মে ২০২৫

জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে র‌্যাবে হস্তান্তর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৫:২৬, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে হস্তান্তর করে। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাহেদকে জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ করা এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগ ৬ জুলাই র‌্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।

অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।

পরদিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করে। সে মামলায় ৯ দিন পলাতক থাকার পর গ্রেফতার হলেন মো. সাহেদ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি