অসুস্থ হয়ে বিএসএমএমইউ’তে শাহেদ
প্রকাশিত : ১৫:০৫, ১৮ আগস্ট ২০২০

দ্বিতীয় দিনের মতো রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের কথা ছিলো দুর্নীতি দমন কমিশনের (দুদক)। কিন্তু সোমবার রাতে বুকে ব্যথা এবং অসুস্থতার কথা বলেন শাহেদ। এরপর তাকে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান দুদক কর্মকর্তারা।
আজ মঙ্গলবার দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানায়, গতকাল পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) থেকে ২ কোটি ৭১ লাখ টাকা গুলশান করপোরেট শাখা থেকে আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উচ্চ পর্যায়ের একটি টিম তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পরে অসুস্থতার কথা জানালে গতকাল রাতেই শাহেদকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।
এসএ/
আরও পড়ুন