ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আদালতে সাবরিনা-আরিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ১৪:৫০, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এতে অংশ নিতে আদালতে আনা হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল ইসলাম চৌধুরীকে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে তোলা হয়। পরে শুনানি শুরু হয়। 

এর আগে গত ১৩ আগস্ট শুনানি হওয়ার কথা থাকলেও, আসামিপক্ষ মামলার নথি না পাওয়ায় সময় বৃদ্ধির আবেদন জানায়। পরে আদালত আজকের দিন ধার্য করেন। তার আগে গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অপর আসামিরা হলেন, জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীর সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। আটজনই এখন কারাগারে রয়েছেন।

অভিযোগ উঠেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে।

এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি