ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাজ্জাক ফকির হত্যা মামলায় ৩ আসামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২০

ময়মনসিংহের তারাকান্দা থানার আব্দুর রাজ্জাক ফকির হত্যা মামলায় বিচারিক আদালতে দেয়া তিন আসামীর মৃত্যুদন্ড হাইকোর্ট বহাল রেখে আজ রায় দিয়েছেন। মৃত্যুদন্ডে বহাল আসামীগন হলেন-মীরজাহান, এমদাদুল হক এনডা ও আনিসুর রহমান।

এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জিয়ারুল হককে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।

আদালতে রাস্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ এবং আসামি পক্ষে আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ শুনানি করেন।

মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর আসামীরা ছিনতাই করতে গিয়ে রাজ্জাক ফকিরকে হত্যা করে। আসামী মীরজাহান ঘটনাস্থলেই জনতার হাতে ধরা পড়েন। সকল আসামীই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। নিহতের ভাই মো. হযরত আলী ফকির বাদী হয়ে মামলাটি রুজু করেন।

সাক্ষ্যপ্রমান শেষে চার আসামীকে মৃত্যুদন্ড দিয়ে ২০১৫ সালের ৪ মে রায় দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালত। ডেথ রেফারেন্স ও আসামী পক্ষে আনা আপিলের শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি