ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আদালতের কাঠগড়ায় সাক্ষীকে হত্যার হুমকি আসামির

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলায় সাক্ষ্য চলাকালীন সময়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষীকে হত্যার হুমকি দেন এক আসামি। এসময় আদালতের বিচারক হুমকিদাতা আসামিকে সতর্ক করেন।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষী নুরে আলমকে হত্যার হুমকি দেন খায়রুল আমিন নামের এক আসামি। 

বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে তা আমলে নিয়ে তাকে সতর্ক করেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

তিনি জানান, আদালতে দুই জনের সাক্ষ্য শেষ হয়েছে। সাক্ষী নুরে আলম যখন সাক্ষী দিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তখন এক আসামি তাকে গলাকেটে হত্যা করার হুমকি দেন। আইনি জটিলতার কারণে আসামির নাম প্রকাশ করতে পারছি না। তবে বিজ্ঞ বিচারক বিষয়টি আমলে নিয়ে আসামি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মান্নান জানান, উক্ত মামলার সাক্ষ্য চলাকালীন সময়ে নূরে আলম নামের একজন সাক্ষী আসামির বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ করেন। এসময় বিচারক আসামি খায়রুল আলমের নিকট জানতে চাইলে আসামি হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন।

এদিকে, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় গত দুদিনে এই মামলায় তিনজন আদালতে সাক্ষ্য দিলেন। গত সোমবার এই মামলার বাদী ও এক নাম্বার সাক্ষী নিহত মুহিব্বুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ স্বাক্ষ্য দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি