ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জয়পুরহাটে হত্যা মামলায় দুই জনের ফাঁসি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ও মৃত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা।

ওইদিন ভিসিডি ক্যাসেট ভাড়া নেন তারা। পরে সেই ক্যাসেট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এর জেরে এক পর্য ায়ে মোহম্মদ আলীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায় বাকিরা। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি