ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

জামিনের বিরুদ্ধে আজই আপিল করবো : অ্যাটর্নি জেনারেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৮ মে ২০১৮

কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার অভিযোগে ২০১৫ সালে কুমিল্লায় যে দুটি মামলা হয়েছিল সেই মামলাতে হাইকোর্ট তাঁকে (খালেদা জিয়া) ছয় মাসের জামিন দিয়েছেন। নড়াইলের মামলাটি আসামিপক্ষ নট প্রেসড (খারিজ) করে প্রত্যাহার করে নিয়েছে। যে দুটি মামলায় জামিন দিয়েছে, সে বিষয়ে আমাদের (রাষ্ট্রপক্ষের) বক্তব্য হলো, যেকোনো আসামি জামিনের বিষয়ে নিম্ন আদালতগুলোয় জামিনের প্রচেষ্টা করে, তারপর হাইকোর্টে আসতে হবে। এই দুটি মামলাতে যেহেতু তার প্রার্থনা বিচারাধীন সেহেতু নিম্ন আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া ঠিক হবে না।
মাহবুবে আলম বলেন, যাই হোক, আদালত জামিন দিয়েছেন। আমি আজকে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। পিটিশন রেডি হয়ে গেছে। অন্যান্য ফরমালিটিজ শেষ হলে আজকেই এটা চেম্বারে (আপিল বিভাগের চেম্বার আদালত) মুভ (শুনানি) করবো।
এর আগে সকালে কুমিল্লার নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি