ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:১২, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শেয়ার কেলেঙ্কারির এক মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।     

পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলায় বুধবার অভিযোগ গঠন করে কোম্পানির কর্ণধার আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেয়।    

যদিও আজিজ মোহাম্মদ ভাই অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক তবে আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আজিজ অনেক দিন ধরেই বিদেশে অবস্থান করছেন।  

১৯৯৬ সালের কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার পর ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

একটি মামলা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ ভাই ও তার ছেলে আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে। ১৯৯৯ সালে করা মামলাটি ২০১৫ সালে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়।

উচ্চ আদালতের স্থগিতাদেশে দীর্ঘদিন মামলাটির বিচার আটকে ছিল। গত বছরের ৩০ নভেম্বরে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গত জুলাই থেকে ট্রাইব্যুনালে পুনরায় শুরু হয় বিচার প্রক্রিয়া।   

মোহাম্মদ ভাই মারা যাওয়াতে আজিজ মোহাম্মদ ভাই এখন এই মামলার একমাত্র আসামি। তবে বুধবার অভিযোগ গঠনের সময় অনুপস্থিত ছিলেন তিনি। তার আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল সময়ের আবেদন করেছিলেন।

আগামী ১৮ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত। সেদিন মামলার বাদী এবং বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খান সাক্ষ্য দেবেন।   

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি