ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

শুনানির অপেক্ষায় ডেথ রেফারেন্স ও আপিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের আপিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে শুনানি শুরুর উদ্যোগ নেওয়া হবে পেপারবুক (মামলার রায়ের অনুলিপিসহ যাবতীয় নথি) প্রস্তুত হলেই। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রাথমিকভাবে শুরু হয়েছে পেপারবুক তৈরির কাজ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পেপারবুক প্রস্তুত হলেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি তাড়াতাড়ি শুরুর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে আসামিপক্ষের অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, হাইকোর্টে ডেথ রেফারেন্সের ক্রম অনুযায়ী এই মামলায় শুনানি হতে সময় লাগবে। তাই পেপারবুক প্রস্তুত হলেও দ্রুতই শুনানি শুরু হচ্ছে না। 

আইনজীবীরা জানান, পেপারবুক প্রস্তুত হলে সেটি প্রধান বিচারপতিকে অবহিত করা হবে। প্রধান বিচারপতি হাইকোর্টের এখতিয়ারসম্পন্ন একটি বেঞ্চে এর ওপর শুনানির জন্য পাঠাবেন। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট চাইলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানির উদ্যোগ নিতে পারে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মহিলা আওয়ামী লীগের তখনকার সভাপতি আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রীসহ দলটির কয়েকশ নেতাকর্মী আহত হন।

ঘটনার ১৪ বছরের বেশি সময় পর মামলার বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন। হত্যা ও বিস্ফোরক আইনে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি