ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা হাইকোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করে আগামি ১ মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি প্রত্যক জেলা উপজেলায় মুজিববর্ষের মধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে স্থাপনের নির্দেশ দেন আদালত। 

আগামি এক মাসের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

আদালত পাঠ্যবইয়ে ৭ই মার্চের ইতিহাস কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। এ সংক্রান্ত হাইকোর্টের ২০০৯ সালের আদেশ কেন বাস্তবায়ন করা হয়নি সে বিষয়ে আগামি ১ মাসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে মন্ত্রী পরিষদ সচিবকে নির্দেশ দেন আদালত।

এআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি