ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪

করোনায় জরুরি অবস্থা জারির আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৯ মার্চ ২০২০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিরাজ করছে করোনা ভাইরাসের আতঙ্ক। দেশে ইতোমধ্যে আক্রান্ত হয়েছে ১৭ জন এবং মারা গেছে একজন। এই অবস্থায় দেশে জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

আজ (১৯ মার্চ) দুপুরে আইনজীবী শিশির মুহাম্মদ মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ব স্ব কার্যালয় তাদের এ আবেদনপত্র গ্রহণ করেছে বলেও জানা গেছে।

এদিকে, দুপুরে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে আরও তিনজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জন। এর মধ্যে অবশ্য তিনজন আগেই সুস্থ হয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত এক রোগী গতকাল মারা যান। সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এ তথ্য নিশ্চিত করে।

এদিকে, সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনায় ৮ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৯৩ জন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি